রহস্যে ঘেরা মানুষশূন্য মঙ্গলপুর গ্রাম

 ধীরে ধীরে চারপাশে অন্ধকার জাঁকিয়ে বসে। গ্রামের কোথাও কেউ নেই। আখের ক্ষেতে গা ছমছম করা বাতাস। আব্দুর রহমান কবিরাজের সেই জিন-পরিরা কি নেমে আসছে?

জমজমাট সেই গ্রাম এখন জনমানবশূন্য।

সম্প্রীতির মেলবন্ধন ঘটানো সেই গ্রামে উৎসব তো দূরের কথা, এখন কোনো ঘরবাড়ির বালাই নেই। খাঁখাঁ করছে চারদিক। একসময়ের সমৃদ্ধ জনপদের চিহ্ন হিসেবে টিকে আছে পুরোনো আমলের ঘরবাড়ির ইটের টুকরা, উচুঁ ভিটা আর তিনটি পুকুর।

Comments

Popular posts from this blog

প্রায় 200 বছরের ইতিহাস ঐতিহ্য নিয়ে দাঁড়িয়ে আছে যশোর কালেক্টরেট ভবন

ভ্রমণ ইতিহাস ঐতিহ্য নিয়ে কাজ করাই আমার নেশা।