ভ্রমণ ইতিহাস ঐতিহ্য নিয়ে কাজ করাই আমার নেশা।
শেরপুর গেলে অবশ্যই গজনী অবকাশ গারো পাহাড় গারোদের জীবনযাপন দেখে আসবেন।
![]() |
| গজনী পাহাড় এর একটি ছবি |
শেরপুর এর উদ্দেশ্য রওনা হই আমরা যেহেতু আমি যশোর থেকে শেরপুর গিয়েছিলাম প্রায়ই একটানা ১৪ ঘন গাড়িতে চেপে শেরপুর পৌঁছায়।
তবে ঢাকা থেকে শেরপুরের যেতে মাত্র ছয় থেকে সাত ঘন্টা লাগে। দেখার মতো অনেক কিছুই আছে। আমার ইচ্ছা ছিল পাহাড় এবং বন্যহাতি দেখার। তিন দিন থাকার পর বন্য হাতির দেখা মিলল। ছোট-বড় অনেক পাহাড় আছে। থাকার জন্য শেরপুর শহরে হোটেল মোটেল এবং সহকারী বাংলা আছে। তবে শেরপুর শহর থেকে মাত্র 19 কিলোমিটার গেলেই মিলবে কাঙ্খিত গারো পাহাড়। ওখানে ওর থাকার জন্য একটি আবাসিক হোটেল আছে যেটা খুবই ব্যয়বহুল। আমি দুই রাত প্রবেশ করেছিলাম খরচ হয়েছিল 3000 তবুও ওই দিকের হোটেলগুলোতে যে খাবার রান্না করে পাঁচফোড়ন ছাড়া আপনার পাচফোরন খাওয়ার অভ্যাস থাকলে ওই খাবারগুলো আপনি খেতে পারবেন না। আসলে আমার ইচ্ছা ছিল এক সপ্তাহ থাকার ঠিকমতো খাবার না পাওয়ায় তিনদিনের দিন আমি চলে আসি। ওখানে ভ্রমণের জন্য যেতে হলে আপনাকে শীত মৌসুমের শুরু হতো বা শেষের দিকে যাবেন তাহলে একটু মজা পাবেন। অবশ্যই গারোদের এলাকাটা ঘুরে আসবেন।


Comments
Post a Comment