নাগলিঙ্গম বা হাতির জোলাফ ফুল

 নাগলিঙ্গম এর টানে আমরাও ছুটে বেরিয়েছি অবশেষে দেখা মিলল নাগলিঙ্গম এর।

নাগলিঙ্গম বা হাতির জোলাপ ফুল






ফুলের আদি নিবাস দক্ষিণ আমেরিকার বনাঞ্চল বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয় বলদা গার্ডেন রমনা পার্ক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয় সহ আরো অনেক জায়গায় পাওয়া যায়। ধারণা করা হয় সারাদেশে পঞ্চাশটির মতো গাছ আছে। 



এই ফুলটি নতুন করে ফুটেছে যশোর শিক্ষা বোর্ডের সামনে। প্রতিনিয়ত এই ফুলটি দেখতে শিক্ষা বোর্ডের সামনে ভিড় করছেন। এই নাগলিঙ্গম দেখতে আমরাও ছুটে গিয়েছিলাম।



Comments

Popular posts from this blog

ভ্রমণ ইতিহাস ঐতিহ্য নিয়ে কাজ করাই আমার নেশা।

সবুজ পাতার ফাঁকে যেন লাল জবাফুল টি হাসছে